রাজনীতি

বিএনপির কঠোর সিদ্ধান্ত: ৩ মাসের জন্য স্থগিত ফজলুর রহমানের সব দলীয় পদ

শোকজের জবাব অসন্তোষজনক হওয়ায় দলীয় পদ থেকে সাময়িকভাবে সরাল বিএনপি

এবিএনএ:  শোকজ নোটিশের জবাব অসন্তোষজনক হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করে। জানা গেছে, এ বিষয়ে ফজলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু তিনি লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। পরবর্তীতে গত সোমবার তাকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও তিনি যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক হয়নি।

তবে মুক্তিযুদ্ধে তার অবদানকে সম্মান জানিয়ে কঠোর শাস্তি না দিয়ে প্রাথমিক সদস্যপদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এ ছাড়া চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে তিনি যেন টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দলের নীতিমালা, দেশের মর্যাদা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করেন—সেদিকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button