বিনোদন

‘দাবাং ৩’-তেও থাকছেন সোনাক্ষী

এ বি এন এ : আরবাজ খান পরিচালিত সিনেমা ‘দাবাং’ দর্শক মহলে বিপুল সারা জাগিয়েছিল। সিনেমাটির প্রথম সিক্যুয়েলটির সাফল্যের পরে দ্বিতীয় সিক্যুয়েল তৈরির জন্য এক রকম পুরাদস্তুর তৈরিই পরিচালক। এদ্দিন সমস্যা ছিল সিনেমাটিতে নায়িকা হিসেবে কোন অভিনেত্রীকে নেওয়া হবে তা নিয়ে।
গুঞ্জন ছিলো, সোনাক্ষী সিনহার জায়গায় পরিণীতি চোপড়াকে নেওয়া হতে পারে। সেই সমস্ত গুঞ্জনের অবসান হল এবার।
আরবাজ খান ঘোষণা দিয়েছেন, ‘দাবাং ৩’-তে সোনাক্ষী সিনহা থাকছেন নায়িকা হিসেবে। কিন্তু আরও এক নায়িকাকে নেওয়া হচ্ছে এই সিনেমায়। নায়িকাদের মধ্যে মুখ্য ভূমিকায় কে থাকছেন তা স্পষ্ট করে এখনই জানাতে চাননি পরিচালক।
আরবাজ আরও জানান, আগামী বছরে এই সিনেমার শুটিঁয়ের কাজ শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ২০১৮ তে ঈদের সময়ে ছবিটি মুক্তি পাবে।
এর আগের সিক্যুয়েল দুটিতে সালমান অভিনীত চুলবুল পান্ডের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সোনাক্ষী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, যত ছোট চরিত্রই হোক দাবাং থ্রি-তে অভিনয়ের সুযোগ এলে তিনি তা গ্রহণ করবেন। কারণ, চুলবুল পান্ডের স্ত্রীর চরিত্রই তাকে বলিউডে বিশেষ জায়গা করে দিয়েছিল।

Share this content:

Related Articles

Back to top button