জাতীয়বাংলাদেশলিড নিউজ

উপকূলীয় ১৬ জেলায় ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

এবিএনএ: ঘূর্ণিঝড় রিমাল উপকূলের আরো কাছাকাছি এসেছে। এর প্রভাবে আজ বিকেল নাগাদ উপকূলীয় ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী তিন-চার ঘণ্টার মধ্যে বাগেরহাটের মোংলার কাছে উপকূল অতিক্রম করতে পারে। তবে এর আগেই বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এর অগ্রভাগ আঘাত করতে পারে উপকূলে। এর প্রভাবে উপকূলীয় ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ দুপুর ২টার সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিমালের অগ্রভাগের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টির সামনের অংশের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যে থাকা জেলাগুলোর মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহা বিপৎসংকেত দিয়ে রেখেছে।

Share this content:

Related Articles

Back to top button