বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিএনপি রাজনীতির বিষফোড়া, তাদের মুছে ফেলতে হবে : ওবায়দুল কাদের

এবিএনএ: বিএনপিকে এ দেশের রাজনীতিতে বিষফোড়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে এ দেশের রাজনীতি থেকে তাদের মুছে ফেলতে হবে।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট চেয়ে কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দিতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।’ এ সময় লোকজন নৌকা-নৌকা বলে স্লোগান দিতে থাকেন।

এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলাবাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

আজ নির্বাচনী প্রচারের সময় কাদেরের সঙ্গে ছিলেন সংসদ সদস্য নিজাম হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তানভীর আহমেদ (লাঙল), জাসদের মকছুদের রহমান মানিক (মশাল), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share this content:

Back to top button