এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কিয়েভকে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো সদস্যপদ নয়, বরং বর্তমানে ইসরায়েলকে ওয়াশিংটন যে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে তেমন নিরাপত্তা দিতে ইচ্ছুক। শুক্রবার সিএনএনে প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘আমি মনে করি না যে, তারা ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য প্রস্তুত। আমি মনে করি না যে, এই মুহূর্তে যুদ্ধের মাঝামাঝি সময়ে ইউক্রেনকে ন্যাটো পরিবারে আনার বিষয়ে ন্যাটোতে ঐক্যমত্য আছে।’
চলতি সপ্তাহে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হতে যাচ্ছে ন্যাটোর শীর্ষ সম্মেল। এই সম্মেলনে ন্যাটোর কাছ থেকে একটি আমন্ত্রণ বা কমপক্ষে কখন কিয়েভকে ন্যাটোর পূর্ণ সদস্য করতে সেই বিষয়ে একটি ঘোষণা দাবি করেছে ইউক্রেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এখনই ভোটের আহ্বান করা ‘অসময়োচিত’ এবং ন্যাটোকে ‘প্রক্রিয়ার জন্য কিছু সময় নিতে হয়’। বিষয়টির সঙ্গে গণতন্ত্রীকরণের মতো সংস্কার জড়িত। ইউক্রেনের সদস্যপদ পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ‘যুক্তিযুক্ত পথ’ উপস্থাপন করতে হবে।