খেলাধুলা

অজিদের নতুন অধিনায়ক ওয়ার্নার

এ বি এন এ : স্টিভেন স্মিথের পরিবর্তে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পেলেন ডেভিড ওয়ার্নার। তবে সেটা বড় সময়ের জন্য নয়। আপাতাত শ্রীলঙ্কা সিরিজের জন্যই এই দায়িত্ব পেলেন এই ওপেনার।
মূলত, দক্ষিণ আফ্রিকা সিরিজে যেন স্মিথ মনোনিবেশ করতে পারেন সে জন্যই তাকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়াতে পাঠানো হচ্ছে। আর নেতৃত্বে আসছে পরিবর্তন। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন স্মিথ। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শ এক বিবৃতিতে বলেন, ‘আসছে ১২ মাসে স্টিভকে অনেক ম্যাচ খেলতে হবে। আমরা চাই সে নিজেকে সময় দিক এবং নির্ভার হওয়ার সময় নিক। গেল পাঁচ ম্যাচে সে ভালো সুযোগ দিয়েছে দলকে।’
তিনি আরো বলেন, ‘তারপরও আমাদের পরিকল্পনা ছিল, প্রথম দু’ম্যাচের ফলাফল যাই হোক, আমরা স্টিভকে বিশ্রাম দেবো। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার সতেজ হওয়া প্রয়োজন।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে দ্বিতীয় ওয়ানডেতে হারার পরপরই এই খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে জিতে ১-১ এ সমতা এনেছে শ্রীলঙ্কা।
ডাম্বুলা ও ক্যান্ডিতে পরবর্তী তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টির জন্য ওয়ার্নারকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ওয়ানডে দলের হয়ে ২৩তম ও টি-টোয়েন্টি দলের ১০ম অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন ওয়ার্নার।

Share this content:

Related Articles

Back to top button