এবিএনএ: ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকালে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সংযোগ সেতু উড়িয়ে দেওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দোষারোপের পর এ হামলার ঘটনা ঘটল। হামলার সময় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে শনিবার বিস্ফোরণের পর কিয়েভে এ হামলা হয়েছে। খবর বিবিসির।
রাশিয়ার প্রেসিডেন্ট রোববার এ সেতুতে ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শেভজেনকো জেলার কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এলাকাটি রাজধানীর মধ্যাঞ্চলে অবস্থিত। এ অঞ্চলটি ঐতিহাসিক নগরী হিসেবে পরিচিত। তবে এ হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।