জাতীয়বাংলাদেশলিড নিউজ

দুদক কর্মকর্তাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

এবিএনএ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার  রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত।  সঙ্গে ছিলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্রানডন ও আবাসিক লিগ্যাল অ্যাডভাইজর সারা অ্যাডওয়ার্ড। দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।

পরে দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তার দেশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।  দুদকের কার্যক্রম গতিশীল করতে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূতের দুদকে এটাই প্রথম সাক্ষাৎ। ফরেনসিক ল্যাব তৈরি করেছে দুদক, সেখানে তারা টেকনিক্যাল সহায়তা করার কথা জানিয়েছে।

এদিকে, দুর্নীতি প্রতিরোধে উভয় দেশের মধ্যে সহায়তায় দুদকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার ডি হাস। পিটার হাস বলেন, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন হবে, সেখানে দুদককে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রশিক্ষণসহ দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।

Share this content:

Back to top button