জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রথমবার আলো জ্বলল পদ্মা সেতুতে

এবিএনএ: স্বপ্নের পদ্মা সেতুর ল্যাম্পপোস্টগুলোতে জ্বলে উঠল বাতি। শনিবার বিকাল ৬টা থেকে বাতিগুলো জ্বালানো শুরু হয়। একটি একটি করে ২৪টি বাতি জ্বালানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোরে পর্যাপ্ত সূর্যের আলো না আসা পর্যন্ত এসব বাতি জ্বালিয়ে রাখা হবে বলে সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই সব প্রস্তুতি শেষ করতে পরীক্ষামূলক নানান কাজ চলছে। তারই অংশ হিসেবে জ্বালানো হয়েছে সড়ক বাতি। এ বাতি জ্বালাতে সেতুর ল্যাম্প পোস্টগুলোতে বৈদ্যুতিক তার সংযোগ দেওয়া হয়। মূল সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্ট ও সেতুর বাইরের সংযোগ সড়কে ২০০টি ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শেষ হয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না। নিউট্রাল সাদা আলো দেবে এসব বাতি। চীনের ফিলিপস কোম্পানি ১৭৫ ওয়াটের এসব বাতি তৈরি করেছে। দিনের বেলা এসব ল্যাম্পপোস্টে আলো জ্বলবে না। শুধু অন্ধকার হলে জ্বলবে। ল্যাম্প পোস্টগুলো তৈরি হয়েছে চীনে। তবে ব্যবহৃত বৈদ্যুতিক তার বাংলাদেশি।

Share this content:

Back to top button