এবিএনএ: বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে দেশব্যাপী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করছে।
আজ শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিক্ষোভ সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি ড. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক সঞ্চালনা করছেন।