এবিএনএ: বাগদান সারলেন ‘ব্যাটম্যান’খ্যাত অস্কারজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক এবং মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শুরুতে জেনিফারের আঙুলে বিরাট হীরার আংটি দেখা যায়। পরবর্তী সময়ে বাগদানের গুঞ্জন শুরু হয়। শুক্রবার (৮ এপ্রিল) মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করে সেই গুঞ্জন উসকে দেন জেনিফার। শোনা যাচ্ছে, খুব শিগগির বিয়েও করবেন তারা।
২০০১ সালের ডিসেম্বরে ‘গিগলি’ সিনেমার সেটে বেন ও জেনিফারের বন্ধুত্বের শুরু। সিনেমাটি বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও এই জুটির সম্পর্ক ঠিকই সফলতা পায়। ২০০২ সালের নভেম্বরে বাগদান সারেন তারা। তবে পরের বছর সেপ্টেম্বরে বিয়ে করবেন না বলে জানান।
প্রায় দুই দশক পর গত বছর আবারো একসঙ্গে হন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। এরপর নতুন করে তাদের প্রেমের গুঞ্জন উড়তে থাকে। এই জুটিকে একসঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে দেখা যায়। শুধু তাই নয়, একসঙ্গে ব্যায়াম করতে ও ঠোঁটে ঠোঁট রেখে চুমুও খেতে দেখা যায় তাদের। তারপর থেকে এই জুটি আবারো আলোচনায় আসেন।