এবিএনএ : তীব্র যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে এবং রাজধানীজুড়ে দাপিয়ে বেড়ানো লাগামহীন গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আরও তিনটি রুটে চালু হতে যাচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। আজ সোমবার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
নতুন তিনটি রুট হলো- কেরানীগঞ্জের ঘাটারচর থেকে রাজধানীর ফার্মগেট হয়ে নারায়ণগঞ্জ ভুলতা; ঘাটারচর থেকে মোহাম্মদপুরের বছিলা, সায়েন্সল্যাব হয়ে কাঁচপুরের মেঘনা ঘাট পর্যন্ত এবং ঘাটারচর থেকে রাজধানীর কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়।
নতুন তিনটি রুটে কবে নাগাদ এ সেবা চালু হচ্ছে, এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, এসব রুটে যাতে করে আরও ভালো সেবা দেওয়া যায়, সে জন্য কী ধরনের পরিকল্পনা নিতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে, এ জন্য পরামর্শকেরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী সভায় তারা এ নিয়ে কমিটির কাছে সুপারিশ জমা দেবেন। ইতিমধ্যে চালু হওয়া রুটে অন্য বাস চলাচলের বিষয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, অনুমোদনহীন বাস জব্দ করার জন্য তারা অভিযান চালাচ্ছেন। প্রয়োজনে আরও কঠোর হবেন তারা।