খেলাধুলা

২০০ মিটারেও সোনা জিতলেন জ্যামাইকান থম্পসন

এ বি এন এ : রিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের পর ২০০ মিটারেও সোনা জিতেছেন জ্যামাইকান স্প্রিন্টার এলাইন থম্পসন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্সকে পেছনে ফেলে সোনা জিতেছেন তিনি।

২১.৭৮ সেকেন্ড সময় নেন ২৪ বছর বয়সী টম্পসন। বেইজিংয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্কিপার্সের কাছেই হেরেছিলেন তিনি। ২১.৮৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন স্কিপার্স।

যুক্তরাষ্ট্রের টরি বোউই ২২.১৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

Share this content:

Related Articles

Back to top button