
এবিএনএ : দেশে আরও ৯ জনের করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রনে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে ৩০ জনের দাঁড়িয়েছে। আজ জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআর,বি।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। গত ৩০শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। গত ৯ই ডিসেম্বর দেশে প্রথম দুই জনের ওমিক্রন শনাক্ত হয়। বৈশ্বিক এই ডাটাবেজ থেকে আরও জানা যায়, এ নিয়ে শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে নারী আছেন ২০ জন এবং পুরুষ ১০ জন।
Share this content: