আন্তর্জাতিক
সুইজারল্যান্ডে ট্রেনে অগ্নিসংযোগ-ছুরি হামলা, আহত ৬

এ বি এন এ : সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেনে আগুন ধরানোর পর ছুরি দিয়ে হামলা চালিয়ে ছয়জনকে আহত করেছেন এক যুবক। স্থানীয় সময় শনিবার দুপুরে সেন্ট গালেনের সলেতে এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সন্দেহভাজন হামলাকারী ২৭ বছর বয়সী সুইস বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।
বাচ ও সেনওয়াল্ড শহরের মাঝামাঝি সলে স্টেশনের দিকে ট্রেনটি যাওয়ার সময় ওই যুবক ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা চালান তিনি। হামলাকারী নিজেও আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার শরীরে পোড়া ও ছুরিকাঘাতের জখম রয়েছে। আহতদের মধ্যে ছয় বছরের এক শিশু রয়েছে। তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছে সুইস পুলিশ। তবে এই হামলাকে এখনই সন্ত্রাসী হামলা বলতে রাজি নয় তারা।
Share this content: