এবিএনএ : হুইল চেয়ারে বসেই কলকাতায় রোড শো করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রোববার কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করে তৃণমূল। সেই মিছিলে হুইল চেয়ারে বসেই নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বাড়ি থেকে মেয়ো রোডে পৌঁছান মমতা। সেখানে গাড়ি থেকে নেমে নীল-সাদা হুইল চেয়ারে বসেই রওনা দেন গান্ধী মূর্তির দিকে। এরপর সেখান থেকে মিছিলের সূচনা করেন তিনি। পায়ে বিশেষ জুতো পরে হুইল চেয়ারে বসেই মমতা যোগ দেন মিছিলে। মেয়ো রোড থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল। প্রথমে পরিকল্পনা ছিল মিছিলে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় মিছিলের শেষে হাজরায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে বসেই মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার কারণেই হাঁটতে পারেননি মিছিলে। সেই মিছিল শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভাঙা পায়েই খেলা হবে। মিছিল শেষে মমতা রওনা হন দূর্গাপুরের উদ্দেশ্যে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সোমবার সেখান থেকে তিনি যাবেন পুরুলিয়ায়। পুরুলিয়ায় দুটি জনসভা করবেন তিনি।
মঙ্গলবার তিনি জনসভা করবেন বাঁকুড়ায়। বুধবার ঝাড়গ্রামে সভা করে কলকাতায় ফিরবেন এবং নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং শুক্রবার পূর্ব মেদিনীপুর সফর করবেন তিনি। আহত মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে মিছিল করছেন এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে অনেকটা অক্সিজেন দেবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।