এবিএনএ : অমর একুশে বইমেলার পরতে পরতে ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে। ভালোবাসা আর বসন্তের রঙের মুগ্ধতায় বইমেলা মাতোয়ারা করে রেখেছেন বইপ্রেমীরা। একই দিনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস সঙ্গে সাপ্তাহিক ছুটি। তাই তো শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গেট খোলার আগেই ভালোবাসা আর বসন্তের সাজে বইমেলায় ছুটে আসেন বিনোদনপ্রেমীরা। দেখতে দেখতে তরুণ-তরুণীদের পদচারণায় ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। যাদের বেশিরভাগকে মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি আর খোশগল্পে মেতে থাকতে দেখা গেছে। তবে কেউ কেউ বিভিন্ন স্টলে গিয়ে বইয়ের পাতা উল্টিয়েও দেখছেন।
ভালোবাসার মানুষটির সঙ্গে বইমেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীলিমা বলেন, ‘আজ ঋতুরাজ বসন্ত, সেই সঙ্গে ভালোবাসা দিবস। এমন দিনে প্রিয়জনের সান্নিধ্য কিছুতেই মিস করা যায় না। সালমান (ভালোবাসার মানুষ) একটি ব্যাংকে চাকরি করে। শুক্রবার হওয়ায় আজ ওর ছুটি।’ ‘ছুটি, ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন সব কিছুই এক সঙ্গে। জীবনে আর কোনদিন এমন সুযোগ আসবে কি না জানি না। তাই আজ সকালে দু’জন একত্র হয়েছি। সকাল থেকে অনেক ঘোরাঘুরি করছি। দুপুরের খাবার শেষে বইমেলায় এসেছি। সন্ধ্যা পর্যন্ত মেলায় থাকার ইচ্ছে আছে। ঘোরাঘুরি করে দুইটি বই কিনেই তারপর ফিরব। আজ যতটা সময় পারি দু’জন কাছাকাছি থাকব’ বলেন বাসন্তী রঙের শাড়ি পরে আসা নীলিমা।
স্ত্রীসহ মিরপুর থেকে মেলায় আসা আসলাম বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে দেড় বছরের মতো। এর আগে দু’জন এক সঙ্গে বইমেলায় অনেক এসেছি। তবে বিয়ের পর এবারই প্রথম আসলাম। অবিশ্বাস্যভাবে এবার ভালোবাসা দিবস ও বসন্ত একই দিনে পড়েছে।’ ‘দুজনেই চাকরি করি। বিয়ের আগে প্রচুর ঘোরাঘুরি হলেও, চাকরির কারণে বিয়ের পর দু’জনে এক সঙ্গে ঘোরাঘুরির খুব একটা সুযোগ হয় না। আজ ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবস আমাদের এক সঙ্গে ঘোরাঘুরি সুযোগ করে দিয়েছে। এমন দিনে প্রিয় বইমেলায় না আসলে অপূর্ণতা থেকে যায়। বিশ্ববিদ্যালয় জীবনে খেয়ে না খেয়ে দু’জনের কত সময় কেটে গেছে এই বইমেলায়’ স্ত্রীর হাত ধরে কথাগুলো বলছিলেন আসলাম।
বাসন্তী রঙের শাড়ি আর মাথায় ফুলের রিং পরে আসা মিতালী বলেন, ‘মাস ছয়েক আগে ফেসবুকে রোহানের সঙ্গে পরিচয়। দু’জনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া। তবে এখনো রোহানের সঙ্গে মুখোমুখি দেখা হয়নি। আজ দেখা হবে। বইমেলায় তাকে খুঁজে নেব। তারপর অনেকটা সময় এক সঙ্গে কাটাব। আজ মন উজাড় করে ওকে ভালোবাসব।’
Share this content: