জাতীয়বাংলাদেশলিড নিউজ

আবেদের জন্য কাঁদলেন ড. ইউনূস

এবিএনএ : দেশের বিভিন্ন শ্রেণি-পেশার অজস্র মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ যাত্রায় গেলেন বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তার প্রতি শ্রদ্ধা জানানোর সশয় আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।

ফজলে হাসান আবেদের মরদেহ রবিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় আনার পর শুরু হয় শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টার দিকে সেখানে আসেন ড. ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘তার (ফজলে হাসান আবেদ) বিদায়ে কতটা মর্মাহত হয়েছি তা বলে শেষ হবে না। একটা বিরাট শূন্যতা।’ এসময় তিনি ফজলে হাসান আবেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

আবেদের কর্মময় জীবনের স্মৃতিচারণা করে ড. ইউনূস বলেন, ‘তিনি প্রতিটি বিষয়ের গভীরে গেছেন এবং ব্যাপ্তি সৃষ্টি করেছেন। এটা করতে গিয়ে তাকে বহু প্রতিষ্ঠান সৃষ্টি করতে হয়েছে। তার অবদান হলো— তিনি এসব প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন, এর সঙ্গে সঙ্গে এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সিস্টেমটাও সৃষ্টি করেছেন।’ ‘আবেদ হঠাৎ করে প্রতিষ্ঠান করে গেছেন, একটা আরেকটার সঙ্গে জড়িত না—এমন না। এটাও তার একটা বড় অবদান। হেন বিষয় নেই, তিনি যেটাতে মনোযোগ দেননি। মনোযোগ দিয়েছেন এবং সেটাকে নমুনা হিসেবে ছেড়ে দিয়ে আসেননি। সেটাকে সর্বব্যাপী করেছেন।’

ড. ইউনূস বলেন, ‘মানুষের ঘরে ঘরে গিয়ে যে একটা বার্তা দেওয়া যায় এবং পরিবর্তন আনা যায় সেটাও তিনি প্রমাণ করেছেন। ওরাল স্যালাইন এর বড় প্রমাণ। বাংলাদেশে এখন আমরা এর উপকার দেখছি।’ ‘ফজলে হাসান আবেদ একক ব্যক্তি হিসেবে সম্পূর্ণ নিজের চেষ্টায় সব কিছু করেছেন। এটা একটা বড় দৃষ্টান্ত হবে আমাদের জন্য।’

ইউনূস আরো বলেন, ‘যে মূল্যবোধ,  উপলব্ধি থেকে ফজলে হাসান এসব করেছেন, তা জানা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছি, তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার মতো হওয়ার চেষ্টা করতে হবে।’

Share this content:

Related Articles

Back to top button