এ বি এন এ : যৌনতা একটি প্রাকৃতিক বিষয় তাই যৌনজীবন নিয়ে মাথাব্যাথা তো থাকবেই। কীভাবে যৌনতাকে আরও উপভোগ্য করা যায় সেটা নিয় গবেষণা নিরন্তর। এত কিছুর পরও যদি প্রশ্ন করা হয় যৌন জীবন নিয়ে কতটা তৃপ্ত আপনি?
হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল বিশ্বের প্রায় ২৬ হাজার মানুষকে। সম্প্রতি ডিউরেক্স ১৬ থেকে ২৬ বছর বয়সীদের মধ্যে এই সমীক্ষাটি চালিয়েছে। সেখান থেকে শীর্ষ ১২টি দেশের নাম প্রকাশ করা হয়। আর বলা বাহুল্য যে এই ১২টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। পার্শবর্তী দেশ ভারত আছে আট নম্বরে। জরীপ অনুযায়ী ভারতীয় জুটিদের যৌনমিলনের গড় সময় ১৩ মিনিট।
সব দেশে অন্তত ৪৪ শতাংশ মানুষ তাদের যৌন জীবন নিয়ে সন্তুষ্ট সমীক্ষার প্রয়োজনে সেই দেশগুলিকে বেছে নেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম পাঁচটি দেশের ৫০ শতাংশের অধিক মানুষ নিজেদের তৃপ্ত বলে মনে করে। শীর্ষে থাকা সুইজারল্যান্ডের ৯১ শতাংশ মানুষ যৌনজীবনে তৃপ্ত। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের ৯০ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা ইটালির ৮৫ শতাংশ মানুষ যৌনজীবনে তৃপ্ত।
দেখে নিন প্রথম ১২টি দেশের তালিকা :
০১. সুইজারল্যান্ড
০২. স্পেন
০৩. ইটালি
০৪. ব্রাজিল
০৫. গ্রীস
০৬. নেদারল্যান্ডস
০৭. মেক্সিকো
০৮. ভারত
০৯. অস্ট্রেলিয়া
১০. নাইজেরিয়া
১১. জার্মানি
১২. চীন