এবিএনএ: বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ রবিবার বলেছেন, তিনি খুব শিগগিরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ইভো মোরালসের পদত্যাগের এক সপ্তাহ পরও দেশটির প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন।
প্রেসিডেন্ট প্রাসাদে দেয়া এক ভাষণে জিয়ানিন আনেজ বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বলিভিয়ায় নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এ লক্ষ্যে আমরা খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।’ তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত উল্লেখ না করে কেবলমাত্র বলেন, এ ঘোষণা হবে ‘আমাদের দেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের চেষ্টা।’
পুন:নির্বাচনে জয় পেতে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে জালিয়াতি করায় বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেসকে অভিযুক্ত করার পর দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে তিনি গত রোববার পদত্যাগ করেন এবং নিরাপত্তা বাহিনীর সমর্থন হারানোর পর মেক্সিকোতে পালিয়ে যান। সিনেটের সাবেক ডেপুটি স্পিকার আনেজ (৫২) মঙ্গলবার নিজেকে বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। মোরালেস সরকারের অনেক মন্ত্রীও পদত্যাগ করেন।