,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

পৃথিবীর দ্রুততম অ্যানড্রয়েড স্মার্টফোন

এ বি এন এ : সচরাচর অ্যানড্রয়েড ফোনগুলিতে অক্টা-কোর প্রসেসর থাকে। পারফরমেন্সের দিক দিয়ে ডেকা-কোর প্রসেসর হল অক্টা-কোরের চেয়ে উন্নত। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের বাজারে এল ‘জোপো স্পিড ৮’। নির্মাতা সংস্থার দাবি এই ফোনটি হল পৃথিবীর দ্রুততম অ্যানড্রয়েড স্মার্টফোন কারণ এই ফোনের প্রসেসরটি হল ডেকা-কোর।

একটি ফোন কতটা দ্রুত হবে সেটা মূলত নির্ভর করে ফোনের প্রসেসর এবং কত বেশি র‌্যাম তার উপরে। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডেকা-কোর প্রসেসর হেলিও এক্স ২০ প্রসেসর যা এই ফোনের মূল ইউএসপি।

এএনআই সংবাদসংস্থার খবর অনুযায়ী, জোপো মোবাইলের ব্র্যান্ড ম্যানেজার চার্লস বার্ডের বক্তব্য এই প্রথম কোনও অ্যানড্রয়েড স্মার্টফোনের হার্ডওয়্যারে ব্যবহার করা হল ডেকা-কোর প্রসেসর এবং তাই এটিই পৃথিবীর দ্রুততম স্মার্টফোন। দেখে নিন ফোনটির ফিচারসমূহ :

৫.৫ ইঞ্চি স্ক্রিন

১৯২০ x ১০৮০ ফুল এইচডি ডিসপ্লে

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনের পিছনদিকে

এছাড়া রয়েছে এনএফসি ট্যাগ অর্থাৎ আশপাশের এনএফসি সেন্সর থাকলে রেসপন্ড করবে এই ফোন

অ্যানড্রয়েড মার্শমেলো ভার্সন

৪ জিবি র‌্যাম

৩৬০০ এমএএইচ ব্যাটারি এবং রয়েছে টাইপ-সি ইউএসবি তাই চার্জিংও হবে খুবই দ্রুত

৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ

ডুয়াল ন্যানো সিম ফোরজি সাপোর্ট

কম্পাস বা ম্যাগনেটোমিটার সেন্সর

২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যাতে রয়েছে সোনিন আইএমএক্স২৩০ সেন্সর এবং ডুয়াল-এলইডি ফ্ল্যাশ

৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাশ-সহ

ওয়াই-ফাই, জিপিএস, ব্লু-টুথ, এফএম

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited