
এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন শহরে ইউনিয়ন এভিন্যু সড়ক নাম পরিবর্তিত হলো বাংলাদেশ ব্লুবার্ড। ইতিহাসের পাতায় নাম উঠলো বাংলাদেশ ব্লুবার্ড নামে একটি গুরুত্বপূর্ণ সড়ক।যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং গর্বের দিন বটে ।বিশেষ করে যার অবদান সব থেকে বেশী কাউন্সিলম্যান কাউন্সিলম্যান শাহিন খালিক তার সুদক্ষ নেতৃত্ব প্রবাসী বাংলাদেশীরা পেল নিজ দেশের নামে সড়ক। প্রবাসী বাঙালিরা এবং বাংলাদেশী আমেরিকান যারা আমেরিকাতে বসবাস করি তাদের জন্য এবং ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক বড় একটি পাওয়া, বাংলাদেশী প্রবাসীরা ইতিহাসের অংশ হলেন।
Share this content: