লিড নিউজশিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এবিএনএ: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে বলে জানা গেছে।

সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার আটটি সাধারণ বোর্ডসহ ১০টি বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ছয় লাখ ৮৭ হাজার ৯ জন। দেশের ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৫৮০ কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে এসব পরীক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁস রোধে ইতিমধ্যে আজ থেকে কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে।

Share this content:

Related Articles

Back to top button