খেলাধুলালিড নিউজ

ভারত-পাকিস্তানের মহারণ আজ

এবিএনএ : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বেলা সাড়ে তিনটায় মাঠে নামছে ভারত-পাকিস্তান। ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস।
আইসিসির ওয়ানডে কোন টুর্নামেন্টের ফাইনালে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এবার চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে দুই দল। দুই দল গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল। মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপটে টিকতে পারেনি পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচের পর পাল্টে যায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও হট ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে ৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি ছাড়া ভারতের কোন দুর্বলতাও ধরা পড়েনি। গ্রুপ পর্বে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয়। সেমিফাইনালে বাংলাদেশ পাত্তাও পায়নি। স্বাভাবিকভাবেই ভারত আজকের ম্যাচে এগিয়ে আছে।
এর আগে ভারত এ টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। এরপর ভারত আবার চ্যাম্পিয়ন হয় ২০১৩ সালে। ইংল্যান্ডকে হারিয়ে ভারত শিরোপা জয় করে। অন্যদিকে পাকিস্তান একবারও শিরোপা জিতেনি। তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। একমাত্র দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কীর্তি অস্ট্রেলিয়ার। আজ পাকিস্তানকে হারাতে পারলে তাদের পাশে বসবে ভারতও।


পাকিস্তানের নতুন দলটির বড় মঞ্চে শিরোপা জয়ের অভিজ্ঞতা নেই। ভারতের এ দলটি একাধিক শিরোপা জিতেছে, বড় ম্যাচে খেলে অভ্যস্ত। এ কারণে বাজির দরে ভারত অনেকটাই এগিয়ে। তবে পাকিস্তান নিজেদের দিনে কতটুকু ভয়ংকর তা সবারই জানা। যদি ভারতের বিপক্ষে পাকিস্তান কঠিন লড়াই ছুড়ে দিতে পারে তাহলে তো জিততেও পারে।
দুই দল এখন পর্যন্ত ১২৮ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫২ ম্যাচের বিপরীতে পাকিস্তান ম্যাচ জিতেছে ৭২টি। আইসিসি ইভেন্টে দুদলের জয় পরাজয়ের অনুপাত ১৩:২।
প্রথমবার ফাইনালে লড়াই করবে দুই ‘চিরশত্রু’। কার হাতে উঠবে স্বপ্নের শিরোপা? বিরাট কোহলি ও সরফরাজ আহমেদ প্রথমবারের মতো নিজ নিজ দলকে বড় মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন। কার হাতে উঠবে প্রথম শিরোপা, উত্তরটা জানা যাবে আজই রাতেই।

Share this content:

Related Articles

Back to top button