জাতীয়বাংলাদেশলিড নিউজ

জজ কোর্টের লিফট ছিঁড়ে আহত ১২

এবিএনএ: ঢাকা মহানগর দায়রা জজ ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

lift

আহতদের প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। ঢামেকে ভর্তি আহতের নাম জানা গেছে। তারা হলেন- হাজিরা দিতে আসা আসামি সুজন (২২), আইনজীবী সোয়াদ (৩৫), পেশকার সুমন (২৫), আইনজীবী মিঠু (৩৫), লিফটম্যান জাহাঙ্গীর (৫০), আইনজীবী আইয়ুব আলী (৫৮) ও আইনজীবী সুলতান আহমেদ (৩১)। পঙ্গ হাসপাতালে ভর্তি একজনের নাম জানা গেছে। তিনি হলেন- আইনজীবী শামসুন্নাহার। তার বাম পায়ে আঘাত পেয়েছেন। ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের কেউ মাথায়, কেউ ঘারে কেউ কোমড়ে আঘাত পেয়েছেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, লিফট ছিঁড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। তারা সবাই আঘাতপ্রাপ্ত।

left

লালবাগের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, আহত ১২ জনের মধ্যে ৮ জন ঢাকা মেডিকেলে ৩ জন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। আর একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের মধ্যে ছয়জন আইনজীবী, একজন কোর্ট স্টাফ ও লিফটম্যান রয়েছেন। বাকিরা বিচারপ্রার্থী। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নেওয়াজ মো. তানভীর আলম বলেন, লিফটি ১৯৮০ সালের। এর ধারণক্ষমতা ৮ জন। এটি রশিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান মেইনট্যান্স করে।

Share this content:

Back to top button