আন্তর্জাতিক

ফের ইয়েমেনে সৌদি বিমান হামলা

এ বি এন এ : জাতিসংঘের নির্দেশ অমান্য করে ইয়েমেনের উপর নতুন করে বিমান হামলা চালাল সৌদি আরব। বিমান হামলায় এখন পর্যন্ত ১০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সানার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জাতিসংঘে ইয়েমেনের উপর থেকে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি বৈঠকে যখন আলোচনায় বসেছেন দুই দেশের শীর্ষ কর্তারা, ঠিক তখনই সৌদি বিমান বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলে জাওয়াফ প্রদেশের মাসলুব জেলায় সৌদি আরবের বোমারু বিমান থেকে প্রায় ২০ রাউন্ড বোমা ছোঁড়া হয়। গতকাল শনিবার আমরান প্রদেশের আবাসিক এলাকায় সৌদি বিমান থেকে অন্তত ৫০ রাউন্ড বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই হামলার বিরুদ্ধে কুয়েতে রাষ্ট্রসংঘের শীর্ষ নেতাদের কাছে ইয়েমেন একটি প্রতিবাদ চিঠিও দেওয়া হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button