জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘সবাইকে মাধ্যমিক শিক্ষা অর্জন করতে হবে’

এ বি এন এ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশের শতভাগ মানুষকে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে। এক্ষেত্রে যারা পিছিয়ে পড়বে তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।’
বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষাই হলো জাতির উন্নয়নের মূলমন্ত্র। এটি বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। সুযোগ পেলেই শিক্ষার প্রসারে কাজ করতে হবে। বর্তমানে সে সুযোগও রয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে দক্ষিণ কোরিয়া একটি উন্নত রাষ্ট্র। দেশের চলমান ধারা অব্যাহত থাকলে কয়েক বছর পর আমরাও সে জায়গায় পৌঁছতে পারব।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার সবচেয়ে বেশি মনোযোগী। প্রধানমন্ত্রী চান দেশের মানুষ শিক্ষিত হোক।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন।

Share this content:

Back to top button