এবিএনএ : ফের আলোচনায় কোর্টনি কার্দাশিয়ান। তিনি কিম কার্দাশিয়ানের ছোট বোন। তবে এরই মধ্যে নিজের খোলামেলা উপস্থিতির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কোর্টনি। মডেল-অভিনেত্রী হিসেবে এখন নিয়মিতই কাজ করছেন। তবে সম্প্রতি ৩৯ বছর বয়সী কোর্টনিকে দেখা গেছে অনেকটাই বেপরোয়া রুপে। বিকিনি পড়ে একটি খোলা বাগানে ঘুরতে দেখা গেছে তাকে। তবে একটু বেশিই যেন ছোট ছিলো তার পরিহিত বিকিনিগুলো। যার কারণে অনেকটাই স্পষ্ট হয়ে উঠছিলো তার গোপন অঙ্গগুলো। তবে এমনভাবে পুরোপুরি সাবলীল ছিলেন কোর্টনি। বেশ কয়েকটি ছবিও তুলেছেন এমনটা নগ্ন হয়ে। আর সেই ছবিগুলো তিনি পোষ্ট করেছেন নিজের ইন্সটাগ্রামে। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, বেপরোয়া সময়, বেপরোয়া আমি। ছবি আপলোড করার সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। আর তাতে ইতিবাচকের চাইতে কোর্টনির এমন বেপরোয়া বিকিনি পড়া ছবি নিয়ে সমালোচনাই হয়েছে বেশি।