এবিএনএ : মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা গ্লোবালি আবারও খবরের শীর্ষে এসেছেন গতকাল ২৬শে এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গ্লোবাল সামিট অন ওম্যান সন্মেলনে “ গ্লোবাল উইমেন্স লিডারশিপ এ্যাওয়ার্ড “ প্রাপ্তির এক বিরল সন্মানে ভূষিত হওয়ারমাধ্যমে। এই বিরল প্রাপ্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা।
ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জননন্দিত হয়েছেন গতিশীল নেতৃত্বের কারনে এবং ভূষিত হয়েছেন বিভিন্ন এ্যাওয়ার্ডে, অস্ট্রেলিয়ায় প্রাপ্ত সর্বশেষ এ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেত্রীর বিশ্বব্যাপী খ্যাতি, সন্মান, পরিচিতি আরো বৃদ্ধি পাবে।শান্তিময় বিশ্ব গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখবেন আরো অবদান এই আশাবাদ আমরা দৃঢ় ভাবে ব্যক্ত করছি । সেই সংগে উনার সর্বাংগীন মংগল ও সুস্বাস্হ্য কামনা করছি । জয় বাংলা, জয় বংগবন্ধু ।
নিবেদক —
ড. সিদ্দিকুর রহমান
সভাপতি
আব্দুস সামাদ আজাদ
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ।