এবিএনএ : নায়িকা থেকে গায়িকা বনে গেছেন নুসরাত ফারিয়া। এটা পুরোনো খবর। নতুন খবর হলো,এবার এই নায়িকা ‘গায়িকা’র গানের ভিডিও প্রকাশিত হচ্ছে।আজ রোববার তার গানের প্রথম দর্শন হিসেবে পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি।আগামী ২৬ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।
প্রায় ৬ মাস অনুশীলন করে ‘পটাকা’ শিরোনামে এই গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছিলেন ফারিয়া। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক বাবা যাদব। ভিডিওতে মডেল হিসেবেও থাকছেন এই চিত্রনায়িকা। চমক থাকছে আরও যা এখনই বলতে চাইছেন না নুসরাত। তার ভাষায়, ‘বলে দিলে চমক থাকলো কই!’
ফারিয়া বলেন,‘পোস্টারের প্রথম ঝলকের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘পটাকা’র ট্রেলার। এরপর ২৬ এপ্রিল একই চ্যানেলে প্রকাশিত হবে পুরো মিউজিক ভিডিওটি।এটা অনেক সুন্দর একটা গান। মানুষ এই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে নাচবেন। সেই প্রত্যাশাই করি।’