এবিএনএ : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল যেন লাল-সবুজ রঙে সেজেছে। আজ সোমবার গুগল ডটকমে (www.google.com) ঢুকলেই দেখা যাচ্ছে নীল আকাশে ভাসছে লাল-সবুজ পতাকা।স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই ডুডল হিসেবে পরিচিত এই লোগোতে যুক্ত হয় বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ডুডলটিতে ক্লিক করার সঙ্গে দেখা যাবে,‘৪৭ বছর আগে এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, যা বাংলাদেশের জন্মদিন হিসেবে পালিত হচ্ছে।আজ বাংলাদেশের সর্বসাধারণ মানুষ দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে উদযাপন করবে প্যারেড, অনুষ্ঠান এবং সঙ্গীতের মাধ্যমে। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থান সাজানো হয়েছে লাল-সবুজ রঙের ফেস্টুন, ব্যাকড্রপে। স্বাধীনতা দিবস উপলক্ষে গুগলও ডুডল তৈরি করেছে লাল-সবুজের আবহে উড়ন্ত বাংলাদেশের পতাকা দিয়ে। শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ!’এছাড়াও আজকের দিনের অন্যান্য দিবস সম্পর্কেও গুগলের সবগুলো ডুডল দেখা যাবে www.google.com/doodles ঠিকানায়।বিশেষ কোন দিবস, বিখ্যাত কারও জন্মদিন কিংবা বিভিন্ন আয়োজনে লোগোতে নিয়মিতই পরিবর্তন করে গুগল।