এবিএনএ : ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, গণমাধ্যম ও পুলিশ একে অপরের পরিপূরক। গণমাধ্যম সব সময় পুলিশের পাশে থেকেছে, পুলিশও গণমাধ্যমের পাশে থেকেছে। রাজধানীর গুলশানে হোটেল আমারিতে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়। আছাদুজ্জামান মিয়া বলেন, থানার মান উন্নয়নে কাজ চলছে। সবার পরামর্শে জননিরাপত্তা বিধান করা হবে। তবে পুলিশের অপেশাদার আচরণ কামনা করি না। যারা এমন করেছেন তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ তথ্য নিয়ে অপব্যবহারের সুযোগ নেই। সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুলের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, ফকির আলমগীর, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।