সব আন্তর্জাতিক ইস্যুতে হস্তক্ষেপে প্রস্তুত চীন

এবিএনএ : নিজ দেশে ইতোমধ্যেই নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। এবার তার দেশ আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাবশালী হয়ে উঠতেও আগ্রহী। নতুন বছরের বার্তায় বেশ স্পষ্ট করেই সে কথা জানালেন শি জিন পিং। যেখানে নতুন বছরে সমস্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সোমবার সকালে চীনের সরকারি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে প্রেসিডেন্টের বক্তব্য। শি বলেছেন, ‘‘একটা দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীনের কিছু বলার আছে।’’ যে কোনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে চীনের কথা শুনতে হবে গোটা বিশ্বকে, চীনকে অবজ্ঞা করে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাবে না— এই বার্তাই এদিন দিতে চেয়েছেন প্রেসিডেন্ট জিন পিং।
তাঁর স্বপ্নের প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যাতে আরও দ্রুত এগোয়, তা নিশ্চিত করতেও বেইজিং সক্রিয়তা বাড়াবে বলে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের কর্তৃত্ব এবং মর্যাদাকে চীন দৃঢ়তার সঙ্গে রক্ষা করবে বলে নিজের ভাষণে এদিন মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট। চীনের যেসব আন্তর্জাতিক দায়িত্ব-কর্তব্য রয়েছে, সেসব পূরণ করার লক্ষ্যেও বেইজিং নতুন বছরে অনেক বেশি সক্রিয় হবে বলে চীনা প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন।
Share this content: