আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের স্টোরে গুলি, নিহত ৩

এবিএনএ : যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ডেনভারে খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ালমার্টের স্টোরে গুলিতে তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। এই হামলায় কারা জড়িত কিংবা ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানায়নি কলোরাডোর থর্নটন পুলিশ।
ঘটনার ৯০ মিনিট পর এক টুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, গুলিতে দুজন পুরুষ নিহত ও এক নারী আহত হওয়ার খবর তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন। আহত ওই নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই নারী মারা যান।
ঘটনার পরপরই থর্নটন পুলিশ বিভাগের কর্মকর্তা ভিক্টর অ্যাভিলা টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘একাধিক লোক আহত হওয়ার খবর পেয়েছি। আমরা জানার চেষ্টা করছি তাদের বর্তমান অবস্থা কেমন!’
এর এক ঘণ্টা পর পুলিশ জানায়, ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির সমাপ্তি ঘটেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। দুজন নিহত হওয়ার ২০ মিনিট পর আরেক টুইটার বার্তায় পুলিশ বলে, ‘এবারের ঘটনা কোনো দক্ষ শ্যুটারের নয়। এটা কোনো সক্রিয় অপরাধ সংঘটনের ঘটনাও নয়।’

Share this content:

Back to top button