এবিএনএ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর পূজামণ্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে। এজন্য পুলিশের মনিটরিং সেল খোলা হবে। সোমবার ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘এবার রাজধানীতে ২৩১টি পূজামণ্ডপ থাকছে। ঢাকেশ্বরী, গুলশান-বনানী, রামকৃঞ্চ মিশন ও ধানমন্ডির চার বড় মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। পাঁচটি বড় ও চারটি মাঝারি পূজামণ্ডপসহ ২৩১টি মণ্ডপেই থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরির নয়টি পূজামণ্ডপে দেওয়া হবে বিশেষ নিরাপত্তা। ‘ক’ক্যাটাগরিতে ধানমন্ডি, ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন ও গুলশান-বনানীর চারটি পূজামণ্ডপ এবং ‘খ’ ক্যাটাগরিতে থাকছে সিদ্ধেশ্বরী, রমনা কালি মন্দির, উত্তরা, খামারবাড়ী, বসুন্ধরার পাঁচটি পূজামণ্ডপ।’
তিনি আরো বলেন, ‘নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পূজামণ্ডপে দর্শনার্থীদের আর্চওয়ে গেট হয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি গেটেই দর্শনার্থীদের তল্লাশির আওতায় আনা হবে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উৎসব পালন করবেন। এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। পূজা উৎসবকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই।’