আমেরিকালিড নিউজ

তরুণ অভিবাসীদের তাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প

এবিএনএ : ওবামার সময়ে করা অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষা সংক্রান্ত কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস মঙ্গলবার এ প্রকল্পের অবসান ঘোষণা করেন। এর ফলে সাবেক প্রেসিডেন্ট ওবামার সময়ে নেয়া ‘ডেফারড অ্যাকশান ফর চিলড্রেন অ্যারাইভাল’ নামের প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।

ফলে দুই বছর ছাড়ের মেয়াদ শেষ হবার পর কাজ বা পড়ালেখার সুযোগ হারাবে অন্তত আট লাখ অভিবাসী তরুণ। পাঁচ বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট ওবামার চালু করা এই প্রকল্পের আওতায় সুরক্ষা পেয়েছিল যুক্তরাষ্ট্রে আসা এসব তরুণ অভিবাসী। যাদের বেশিরভাগই এসেছিল ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে।আমেরিকা থেকে তাড়িয়ে না দিয়ে তাদের বসবাস, পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলো ওবামা প্রশাসন। এরাই ‘ড্রিমার’ নামে পরিচিত।

Share this content:

Back to top button