এবিএনএ : বিশ্বব্যাপী র্যানসামওয়্যার ভাইরাসের হামলা উড়িয়ে দিয়েছে সাইবার বিশেষজ্ঞদের ঘুম। এবার দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের দাবি, এই ভাইরাস ছড়ানোর পিছনে উত্তর কোরিয়ার গুপ্তচর সংস্থার সাইবার সেলের হাত রয়েছে। যার নাম ‘ইউনিট ১৮০’। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা বলছেন, ‘দক্ষিণ কোরিয়া সহ গোটা বিশ্বের সাইবার ব্যবস্থাকে বিপর্যস্ত করতে এবং সামরিক পরীক্ষা–নিরীক্ষার জন্য অর্থ সংগ্রহ করতেই এই ভাইরাস ছড়ানো হয়েছিল।’
উত্তর কোরিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি, ‘প্রতিবেশী দেশের এই অভিযোগ অবাস্তব ও হাস্যকর।’ দক্ষিণ কোরিয়ার সাইবার বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই উত্তর কোরিয়ার আদি বাসিন্দা। রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই। তাই সেই বিশেষজ্ঞদের দাবি একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। দক্ষিণ কোরিয়ার উপবিদেশমন্ত্রী আন চং–গি রয়টার্স–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘উত্তর কোরিয়া সাইবারের আক্রমণের উৎস আড়াল করতে অন্য দেশকে ঢাল হিসাবে ব্যবহার করছে এবং তাদের প্রযুক্তি ও নেটওয়ার্ক ব্যবহার করছে।’ বিশেষত বাংলাদেশ, ফিলিপিন্স ভিয়েতনাম এবং পোল্যান্ডের কিছু ব্যাংকের ওপর আক্রমণের জন্যও উত্তর কোরিয়াকে সন্দেহ করা হয়।
Share this content: