এবিএনএ : আন্তর্জাতিক কাস্টমস দিবসের অঙ্গীকার হিসেবে সম্মানিত করদাতাদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
নজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক কাস্টমস দিবসের অঙ্গীকার হবে দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা। একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সম্মানিত করদাতাদের করসেবা গ্রহণের ক্ষেত্রে হয়রানি না করে সব সময় হৃদ্যতাপূর্ণ, বন্ধুসুলভ এবং সৌজন্যমূলক আচরণ করা।
তিনি বলেন, ‘আমাদের সহকর্মীরা অত্যন্ত কষ্টকর পরিবেশে বিভিন্ন জায়গায় রাজস্ব আহরণে ঝুঁকি নিয়ে কাজ করছেন। যারা করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অধিকতর করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়াস চালানোর আহ্বান জানাই।’
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘বর্তমান এনবিআরের অব্যাহত রাজস্ববান্ধব সংস্কৃতির প্রয়াসের কারণে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা ব্যবসায়ীরা এনবিআরের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন এনবিআরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এনবিআর আগের চেয়ে এখন অনেক বেশি জনমুখী, করদাতাবান্ধব এবং ব্যবসাবান্ধব। করদাতারা এখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রকার হয়রানি ছাড়াই কর প্রদান করছেন। জনগণের করের টাকায় উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে সকালে এনবিআর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এনবিআর সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।