এবিএনএ : শুভ্র বরফশোভিত সুইজারল্যান্ড তার সৌন্দর্য্যের জন্য জগতখ্যাত, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে সেই সৌন্দর্য্য উপভোগ করছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডাভোস থেকে জুরিখ বিমানবন্দরে যাওয়ার পথে তোলা সেই ছবিগুলো ফেসবুকে শেয়ার করেছেন।
এই সময় তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ডাভোসে সম্মেলন শেষে দেশের পথে রওনা দিয়েছেন।
ছবিগুলো নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার দিয়ে পলক ক্যাপশন দিয়েছেন, সফলভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক শেষে ডাভোস থেকে জুরিখ বিমানবন্দরে যাওয়ার পথে জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে স্মরণীয় কিছু সময় কাটালাম।
বরফশোভিত সুইজারল্যান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে।