এবিএনএ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগকে ভেঙে দুটি করা হয়েছে। একটি ‘জননিরাপত্তা বিভাগ’ ও অপরটি ‘অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগ’।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটি বিভাগ করার এ তথ্য জানানো হয়।
জন নিরাপত্তা বিভাগে থাকছে- পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, আইসিটি, তদন্ত সংস্থা, ন্যাশনাল টেলিমনিটরিং সেল। অপরদিকে অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগে থাকছে- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট, কারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইত্যাদি।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করে দিয়েছেন।