এবিএনএ : স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি যতই আন্দোলন করুক, গণতন্ত্র রক্ষার স্বার্থে বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ করেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ পূর্ণের আগে কোন নির্বাচন নয়।
শনিবার দুপুরে ফরিদপুরে কবি জসীম উদদীন হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের সাবেক উপদেষ্ট মণ্ডলীর সদস্য মরহুম এস এম নুরুন্নবীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজপথে জ্বালাও পোড়াও এর আন্দোলন ছেড়ে দেশ ও জনগণের জন্য কাজ করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি প্রতি আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, মরহুমের সহধর্মীনী আনোয়ারা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।