,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

দেশের সবচেয়ে বড় স্টার্ট-আপ সম্মেলন আগামী রবিবার

এবিএনএ : আগামী রবিবার ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল স্টার্টআপ সম্মেলন’। এই আয়োজন স্টার্ট-আপদের  নিয়ে এই পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে বড় আয়োজন। মূলত: তথ্য প্রযুক্তি খাতের দেশীয় তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই সম্মলনে আয়োজন করেছে গত মাসে নতুন আত্মপ্রকাশ করা বাণিজ্য সংগঠনগুলোর নতুন ঐকবদ্ধ প্লাটফর্ম  BAFCOM (বাংলাদেশ এলায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন)। সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই টি সোসাইটি (DUITS)।
দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ২০ জন সফল তরুণ ডিজিটাল উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার কথা বলবেন। দ্বিতীয় পর্বে আলোচনা হবে আগামীতে নতুন ও তরুন ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন কি ধরণের চ্যালেঞ্জ আসছে এবং কি ধরণের সরকারি নীতি কাঠামো দরকার যাতে ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আরো অনেক সফল উদ্যোক্তা তৈরী হয়।
সর্বমোট ৩০জন বক্তা উপস্থিত থাকবেন সম্মেলনে। প্রযুক্তিক্ষেত্রের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকবেন। বেসিসের সভাপতি ও বাফকমের আহবায়ক মোস্তাফা জব্বার, বিকাশ -এর প্রধান নির্বাহী কামাল কাদির, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, ফেনক্স ক্যাপিটালের জেনারেল ও পার্টনার শামীম আহসান, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, এমসিসিআই এর পরিচালক হাবিবুল্লাহ এন. করিম, ডিইউআইটিএস -এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ বক্তব্য দিবেন কিভাবে ডিজিটাল স্টার্ট-আপ সহায়ক নীতিমালা তৈরী করা যায়।
সম্মেলনে রকমারি ডট কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, চালডাল ডট কমের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, বাগডুম ডট কমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ, টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী সামিরা জুবেরী হিমিকা, ফিফোটেক -এর প্রধান নির্বাহী তৌহিদ হোসেন, প্রিয়শপ ডট কমের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন, আইটি বাজারবিডি -এর প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন রিয়াদ, এসো -এর ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, বন্ডস্টেইন -এর সহ-প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম, বিল্যান্সার -এর প্রতিষ্ঠাতা শফিউল আলম, চলো ডট কমের প্রধান নির্বাহী দেওয়ান শুভ, ডক্টোরোলার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মতিন ইমন, থার্ডবেল এর প্রতিষ্ঠাতা সাব্বির রহমান তানিম, হাঙ্গরিনাকি ডট কমের প্রধান নির্বাহী তাউসিফ আহমেদ,  সিন্দাবাদ ডট কমের প্রধান নির্বাহী জিসান কিংসুক হক, চালডাল ডট কমের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নেজামী বলবেন তাদের সফলতার গল্প ও অভিজ্ঞতা।
বেলা ৩টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগ্রহী যে কেউ এতে রেজিস্ট্রেশন ছাড়াই অংশ নিতে পারবেন।

Share this content:

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited