

এবিএনএ : বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বুধবার (১৫ এপ্রিল) অপরাহ্ণে আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এর স্থলাভিষিক্ত হলেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকরি জীবন শেষে স্বাভাবিক অবসরে গেছেন।
আইজিপি হিসেবে যোগদানের পূর্বে ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক ছিলেন। এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাকে গার্ড অফ আনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।