আন্তর্জাতিকলিড নিউজ
ব্রাজিলে গোলাগুলি; নিহত ১৩


এবিএনএ: ব্রাজিলের পুলিশ ও মাদক কারবারীদের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির রিও ডি জেনেইরোর সান্তা তেরেসা এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে। পুলিশ বলছে, সন্দেহভাজন মাদক কারবারীরা লুকিয়ে আছে এমন একটি এলাকায় প্রবেশ করলে পুলিশের দিকে গুলি ছুঁড়া হয়। সে সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনও পুলিশ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে, এই অভিযানে মাদক, রাইফেল, বন্দুক ও বারুদ জব্দ করা হয়েছে। প্রথমে ১১ জন নিহত হলেও পরে হাসপাতালে আহত আরও দুজনের মৃত্যু হয়।