বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সরকার এখন নড়বড়ে অবস্থায়: মওদুদ

এবিএনএ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার এখন নড়বড়ে অবস্থায় আছে। তারা দেশের সর্বোচ্চ আদালতের রায় মানতে চায় না। অন্যদিকে এনিয়ে সরকার জনগণের কাছেও যেতে পারছে না। শুক্রবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে, কবিরহাট উপজেলা, সদর পূর্বাঞ্চল, কবিরহাট পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সুপ্রিমকোর্টের রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ে সরকার সম্পূর্ণভাবে বিচলিত হয়ে গেছে।
ষোড়শ সংশোধনী রায়ের মধ্যে অনেক বাস্তবমুখী কথা বলা হয়েছে। এ রায়ের মাধ্যমে দেশের মানুষের মনের মধ্যে  ‍পুঞ্জীভ‚ত ক্ষোভ, দুঃখ ব্যাথা, বেদনা অনেকটা লাঘব হয়েছে।
সদস্য সংগ্রহ অভিযানের সময় তার সঙ্গে কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর, কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম দুলাল, বিএনপি নেতা নাজমুল হুদা ফরহাদ, কামরুল হুদা চৌধুরী লিটন, বেলায়েত হোসেন খোকনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মওদুদ আহমদ বলেন, মহামান্য সুপ্রীমকোর্টের বিচারপতিরা তাদের বিবেক অনুযায়ী রায় দিয়েছেন। বিচারপতিরা কারো মুখের দিকে তাকিয়ে রায় দেননি । বিচারপতিরা কোনো বিচ্ছিন্ন একটি দিক নয়। তারা এ দেশের মানুষের একটি অংশ। বিচার বিভাগ দেশ ও জাতির একটি অংশ। প্রশাসন, সংসদ, আইন-শৃংখলা এর সঙ্গে জড়িত।
তিনি বলেন, বিচারপতিরা রায়ে যা সম্পূর্ণভাবে আলোচনা করেছেন। এখন সর্বোচ্চ আদালত বলছে, দেশে আইন-শৃংখলা অতি দুর্বল।
তিনি আরও বলেন, বিএনপির ওপর যতই অত্যাচার, নির্যাতন, জেল জুলুম, মিথ্যা মামলা, গুম, খুন, অপহরণ, গুপ্ত হত্যা, বন্দুক যুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা করুন না কেন তাতে কিছুই আসে যায় না। সরকার ও সরকারি দলের এসব অপকর্মের কারণে বিএনপি পূর্বের চাইতে অনেক শক্তিশালী হয়েছে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন আরও বাড়িয়ে দিবে। তখন নির্বাচনের জন্য সারা দেশে গণজোয়ার সৃষ্টি হবে। মানুষ যখন সোচ্চার হবে নিজেদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তখন সরকারি দলের দৈত্যের মত দাপটের অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
মওদুদ আহমদ আরও বলেন, কবিরহাট পৌরসভা হলে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান করার কথা ছিল। জেলা প্রশাসক ও সরকার বিএনপিকে অনুষ্ঠান করার অনুমতি দেয়নি। এটাই প্রমাণ করে এসরকার গণতান্ত্রিক সরকার নয়। এ সরকার একটি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না। তারা চায় না বাংলাদেশে কোন বিরোধী দল থাকুক। কিন্তু বাংলাদেশের মানুষ প্রমাণ করছে এদেশে বিরোধী দল আছে এবং বিরোধী দল থাকবে।
মওদুদ আহমদের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সমাগম হলে পুলিশ বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরীসহ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ১০ জনকে আহত করে।

Share this content:

Back to top button