সংবাদ পাঠিকা থেকে শাকিবের নায়িকা


এ বি এন এ : ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের নায়িকা নবগতা শবনম বুবলি। প্রায় একবছর আগে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘বসগিরি’ চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হয়। আজ্ঞাত কারণে সরে দাঁড়ালেন অপু বিশ্বাস। এ সুযোগে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি নায়িকা খোঁজার মিশনে নামেন। চমক হিসেবে সম্ভাব্য তালিকায় রাখেন পূর্ণিমা, মাহি, শ্রাবন্তী, কোয়েলের নাম। অবশেষে জানা গেল শবনম বুবলি হচ্ছেন শাকিবের নায়িকা।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ‘বসগিরি’র নায়িকা হিসেবে শবনম বুবলির নাম ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা বুবলি মিডিয়ায় সংবাদ পাঠিকা হিসেবে যাত্রা শুরু করেন। বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের একজন সংবাদ পাঠিকা হিসেবে তাঁর দর্শকপ্রিয়তা রয়েছে। ৫ মে থেকে শাকিব একাই ‘বসগিরি’র শুটিং করছিলেন। এবার তার সঙ্গে ক্যামেরায় দাঁড়াবেন বুবলি। সামাজিক অ্যাকশনধর্মী ‘বসগিরি’ ছবিতে নবাগতা এই নায়িকাকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে।