আন্তর্জাতিকলিড নিউজ

ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২০০০; নিখোঁজ ৫ সহস্রাধিক

এবিএনএ: ভূমিকম্প এবং এরপরে সৃষ্ট সুনামির আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। শুধু তাই নয়, দেশটিতে ওই ঘটনায় লাশের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির পালু শহর থেকে এখন পর্যন্ত ২ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছে ৫ সহস্রাধিক লোক। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, ৫ সহস্রাধিক লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সকলেই মারা গেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার করতে আরও সময় লাগবে।

Share this content:

Back to top button