বাংলাদেশরাজনীতিলিড নিউজ

অভিমান ভুলে এক সঙ্গে লড়তে হবে: ওবায়দুল কাদের

এবিএনএ: ছাত্রলীগের সাবেক নেতাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ আমাদের লড়তে হবে একসঙ্গে। মান-অভিমান সব ভুলে যেতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আর যারা কোনো কাজ করবে না, শুধু অফিসে এসে প্রটোকল দেবেন-এমন নেতাকর্মীদের আমাদের দরকার নেই। কোনো প্রটোকল দরকার নেই। আমাদের প্রটোকল আমাদের আদর্শ। আমাদের প্রটোকল আমাদের রাজনীতির আদর্শ। কোনো ব্যক্তির আওয়ামী লীগ অফিসের জন্য তার প্রটোকল দেওয়ার কোনো দরকার নেই। অনুগ্রহ করে আমি এটা মনে করিয়ে দিচ্ছি।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীতে চালানো তাণ্ডবের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেই আগুন সন্ত্রাস, সেই সন্ত্রাস কী বীভৎস, কী নারকীয় ধ্বংসলীলা, কী তাণ্ডব, হিংস্রতা এই বাংলাদেশে। ২০১৩, ১৪, ১৫ সালেও বাংলাদেশে অনেক মানুষ, অনেক স্থাপনা, এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে অর্জন তাতে আাঘাত করেছে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে এ সময় মুখোশধারী ও ভণ্ড মুক্তিযোদ্ধা বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পলাশীতে নবাব সিরাজ উদ দৌলার সাথে সেদিন যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা ছিল আপন মানুষ। ঠিক একই চিত্র ৭৫ এর ১৫ আগস্ট।

 ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (মুশতাক–জিয়া) উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল, তা আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলে এদের আসল চেহারা উন্মোচিত হবে।’

Share this content:

Back to top button