এবিএনএ: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘ভাবিনি আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটেছে, অস্বাভাবিক অবস্থা তৈরি হবে। কখনো ভাবিনি এতগুলো প্রাণ ঝরে যাবে, ধ্বংসযজ্ঞ হবে।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ চলবে ৫ আগস্ট পর্যন্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই মৎস্য সপ্তাহ চলবে।