৯/১১ ঘটনায় মামলা সংক্রান্ত বিলে ওবামার ভেটো বাতিল

এ বি এন এ : ৯/১১ ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের মামলা সংক্রান্ত বিলে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া ভেটো বাতিল হয়ে গেছে। আজ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৯৭-১ ভোটে ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৩৪৮-৭৭ ভোটে প্রেসিডেন্টের ভেটো বাতিল হয়ে যায়। এর ফলে বিলটি আইনে পরিণত হতে যাচ্ছে। এখন থেকে ৯/১১ ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের মামলা করতে আর কোন বাধা থাকলো না। এদিকে, এই প্রথমবারের মতো ওবামার ভোটো বাতিলের ঘটনা ঘটলো। উল্লেখ্য, ৯/১১ ঘটনায় হামলাকারীদের অধিকাংশই সৌদি আরবের নাগরিক বলে অভিযোগে তুলে দেশটির বিরুদ্ধে মামলা করার দাবি তোলেন হামলায় নিহতদের পরিবার ও স্বজনেরা। পরে সিনেটে মামলার পক্ষে একটি বিল পাশ হলেও আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত ২৩ সেপ্টেম্বর ওই বিলটিতে ভেটো দেন ওবামা। এরপরই মার্কিন কংগ্রেসে এই ভোটাভোটি হয়।
Share this content: